অনলাইন ডেস্ক
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মার একটি ঢাঁই মাছ ৪৬ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ওই ঢাঁইটি বিক্রি করেন দৌলতদিয়া ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ। মাছটির ওজন ছিল ১১ কেজি।
জানা যায়, আজ সোমবার ভোরের দিকে গোয়ালন্দ উপজেলার চরকর্ণেশোনা এলাকায় পদ্মা নদীতে মাছ শিকার করছিলেন জেলে কবির হোসেন ও তার সঙ্গীরা।
এ সময় বড় আকারের একটি ঢাঁই মাছ তাদের জালে ধরা পড়ে। পরে বিক্রি করতে মাছটি নিয়ে যান দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। সেখানে ১১ কেজি ওজন মেপে ৪ হাজার টাকা কেজি দরে স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান শেখের কাছে ঢাঁইটি বিক্রি করেন জেলে কবির।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘পদ্মা নদীর ঢাঁই মাছ খুবই সুস্বাদু।
এ কারণে এই মাছের চাহিদা ও দাম বেশি। জেলে কবির হোসেনের কাছ থেকে আজ ১১ কেজির একটি ঢাঁই আমি ৪৪ হাজার টাকায় কিনেছিলাম। পরে অনলাইনে খুলনা শহরের সিঙ্গাপুরপ্রবাসী এক ব্যক্তির কাছে ওই ঢাঁই মাছটি আমি ৪৬ হাজার ২০০ টাকায় বিক্রি করছি।’
















Leave a Reply