অনলাইন ডেস্ক
সাভারের আশুলিয়ায় মাদক কারবারি ও কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছেন যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ১৬টি দেশীয় অস্ত্র, কাঁচি এবং ধারালো অস্ত্র ৫টি, ৫ পট গাঁজা, ৮টি মোবাইল ফোন এবং ৪৮টি মোবাইল সিম উদ্ধার করা হয়। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।
এর আগে রবিবার রাতে আশুলিয়ার জামগড়া প্রাইমারি স্কুল, বটতলা রূপায়ণ এবং ওই এলাকায় রাতভর পাঁচটি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে জামগড়া আর্মি ক্যাম্পের সদস্যরা তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তাররা হলেন আশুলিয়ার জামগড়া রূপায়ণ মাঠ এলাকার মৃত এমারত হোসেনের ছেলে চিহ্নিত মাদক কারবারি ও কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন (২০), তার সহযোগী সোনা মিয়া (৪৫), আশরাফুল (১৮), বড় বাবু (১৯) ছোট বাবু (১৭) এবং আকাশ (১৮)।
থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে কুখ্যাত কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনের নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যরা এবং কিছু মাদক কারবারিরা আশুলিয়ার জামগড়া, ভাদাইল ও রূপায়ণ মাঠ এলাকায় সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিল। গত কয়েক দিনে তারা একাধিক ব্যক্তিকে মারধর, অত্যাচার, প্রাণনাশের হুমকি দিয়েছে। এসব বিষয়ে জামগড়া আর্মি ক্যাম্পে অভিযোগ আসলে বিষয়টি আমলে নিয়ে রবিবার রাতে আশুলিয়ার জামগড়া প্রাইমারি স্কুল, রূপায়ণ বটতলা ও জামগড়া এলাকায় রাতভর পাঁচটি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে জামগড়া আর্মি ক্যাম্প।
পুলিশ জানায়, অভিযানে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি এবং কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন এবং মাদক ব্যবসায়ী সোনা মিয়াসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় উদ্ধার করা হয় বিপুলপরিমাণ দেশীয় অস্ত্রসহ অপরাধের কাজে ব্যবহৃত সরঞ্জাম। ইয়ার হোসেন এবং সোনা মিয়া দুজনের নামেই অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই অবৈধ অস্ত্রের ব্যবহার, চাঁদাবাজি, অনলাইন বেটিং, মাদক ব্যবসা এবং কিশোর গ্যাংয়ের সাথে জড়িত।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘কিশোর গ্যাং লিডার ও তার সহযোগীদের যৌথ বাহিনী গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হবে।’
















Leave a Reply