অনলাইন ডেস্ক
ভেনিজুয়েলা রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক আগ্রাসনের হুমকি দেখে দেশটি জরুরি অবস্থা ঘোষণা করতে প্রস্তুতি নিচ্ছে। এ মন্তব্য তিনি করেছেন এমন সময়ে যখন যুক্তরাষ্ট্রের অভিযানে সন্দেহভাজন মাদকবাহী নৌযানগুলোকে লক্ষ্য করে প্রাণঘাতী ঘটনার একাধিক ঘটনা ঘটেছে।
টেলিভিশনে দেওয়া ভাষণে মাদুরো জানান, যদি আমেরিকা এই দেশে সামরিক হামলা চালায় এবং জনগণ ও দেশের শান্তি-স্থিতি বিপন্ন হয়, তখন সংবিধানের অধীনে জরুরি অবস্থা ঘোষণা করা হবে। তিনি বলেন, এ লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় পরামর্শ প্রক্রিয়া শুরু করা হয়েছে।
এর আগে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বিদেশি কূটনীতিকদের জানান, মাদুরো একটি ডিক্রি (রাস্ট্রীয় অর্ডার) তৈরির কাজ করেছেন। রদ্রিগেজ বলেন, যুক্তরাষ্ট্র যদি ভেনিজুয়েলার বিরুদ্ধে আক্রমণের বদৌলতে আমাদের মাতৃভূমিকে ক্ষতিগ্রস্থ করার দুঃসাহস দেখায়, তাহলে ওই ডিক্রি রাষ্ট্রপতিকে নিরাপত্তা ও প্রতিরক্ষাসহ নির্দিষ্ট ‘বিশেষ ক্ষমতা’ প্রদান করবে। তবে সরকার সূত্রে জানানো হয়েছে, মাদুরো এখনো আনুষ্ঠানিকভাবে ওই ডিক্রিতে স্বাক্ষর করেননি।
দেশটির সরকারি একটি সূত্র এএফপিকে বলেছেন, ভাইস প্রেসিডেন্ট ডিক্রিটি দেখিয়েছেন যাতে বোঝানো যায় সবকিছু প্রস্তুত আছে এবং প্রয়োজনে রাষ্ট্রপতি কোনো সময়ই এটিকে জারি করতে পারেন।
এই ঘটনার মধ্যে মাদুরো দেশটিকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছেন এবং দেশের উপকূলে মার্কিন সামরিক মোতায়েন নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ ক্যারিবিয়ানে আটটি যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক সক্ষম সাবমেরিন মোতায়েন করেছে। যদিও সরকারি বিবৃতি অনুযায়ী তা মাদক পাচার রোধের অংশ, বিশ্লেষকরা এটিকে মাদুরোর ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখছেন।
ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজ দাবি করেন, যদি যুক্তরাষ্ট্র আক্রমণ করে, ভেনিজুয়েলার জনগণ মাদুরোর পক্ষে ঐক্যবদ্ধ হবে।
তিনি বলেন, ‘ভেনিজুয়েলার নাগরিকরা দেশ রক্ষায় ঐক্যবদ্ধ; আমরা কখনোই আমাদের মাতৃভূমি ছেড়ে দেব না।’
















Leave a Reply