খুলনার দৌলতপুরে ঘুমন্ত অবস্থায় যুবককে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক

খুলনা মহানগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা ৩ নম্বর ওয়ার্ডে ঘুমন্ত অবস্থায় তানভীর হাসান শুভ (২৯) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, রাতে খাবার শেষে নিজের ঘরে মোবাইলে হেডফোনে গেম খেলছিলেন তিনি। একপর্যায়ে ঘুমিয়ে পড়েন।
গভীর রাতে আনুমানিক সাড়ে ৩টার দিকে পরিবারের সদস্যরা হঠাৎ গুলির মতো শব্দ শুনে শুভর ঘরে গিয়ে দেখেন বিছানার পাশে পড়ে রয়েছে গুলির তিনটি খোসা।
তাকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা শরীরে গুলির চিহ্ন শনাক্ত করেন এবং ঢাকায় উন্নত চিকিৎসার পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার প্রস্তুতির সময়, ভোর সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শুভ একটি আন্তর্জাতিক মার্কেটিং কোম্পানিতে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি বিদেশে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন বলে পরিবার জানিয়েছে। এখনো হত্যাকাণ্ডের পেছনের কারণ স্পষ্ট নয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ঘরের থাই জানালার ফাঁক দিয়ে গুলি চালিয়েছে।
ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। ঘটনার পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত চলছে। খুব শিগগিরই দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *