অনলাইন ডেস্ক
গাজীপুরের কাপাসিয়ায় আগুনে পাঁচটি দোকান পুড়ে ছাই ও প্রায় ১০০ জোড়া বিভিন্ন প্রজাতির পাখি দগ্ধ হয়ে মারা গেছে। আজ বুধবার (১ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে উপজেলা সদরের পুরাতন মাছ বাজারের পশ্চিম পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পণ্যসহ পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়।
এরমধ্যে সেখানে একটি পাখির দোকানও ছিল; বিভিন্ন প্রজাতির প্রায় ১০০ জোড়া পাখি ও পাখির খাদ্যসহ দোকানটি পুড়ে যায়।
বাজারের ব্যবসায়ীরা জানায়, সকাল সোয়া ১০টার দিকে প্রথমে একটি দোকানে আগুন লাগে। মুহূর্তে আগুন আরো চারটি দোকানে ছড়িয়ে পড়ে।
বরেন্দ্র মণ্ডল জানান, তার দোকানে বাজরিগর, ককাটেল, টিয়া ও ঘুঘুসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১০০ জোড়া পাখি ছিল।
এছাড়া দোকানটিতে পাখির খাদ্যও ছিল। আগুনে দোকানটির সব পাখি পুড়ে মারা গেছে।
কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মাহফুজুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি।
কাপাসিয়া থানার উপপরিদর্শক (এস আই) শফিক মিয়া বলেন, ‘আগুনের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’
















Leave a Reply