অনলাইন ডেস্ক
দুর্গোৎসবকে ঘিরে সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছে রাজশাহী মহানগর ছাত্রদল। বুধবার (১ অক্টোবর) বিকেলে নগরীর আলুপট্টি মোড়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন রাজশাহী সিটি কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লেমন।
এ সময় এমদাদুল হক লেমন বলেন, ‘সামাজিক দায়িত্ববোধ থেকে মানুষের পাশে দাঁড়াতে এবং স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। চলমান এই কর্মসূচি ধারাবাহিকভাবে নগরীর বিভিন্ন এলাকায় নেওয়া হবে।
ক্যাম্পে বিনা মূল্যে পানি, স্যালাইন, জুস, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম ও ওষুধ সরবরাহ করা হয়। পাশাপাশি রোগীদের জন্য জরুরি সেবায় রয়েছে অ্যাম্বুল্যান্স ও বাইক রাইড। ক্যাম্পে আগতদের জন্য রয়েছে বিশেষ হেল্প ডেস্কও।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) ছাত্রদলের সাধারণ সম্পাদক রিমন আলী, ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ (আইবিএমসি) ছাত্রদলের সভাপতি শাহরিয়ার সৌরভ, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি, রাজশাহী কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রদল নেতা অমিত ঘোষ বিকি, রাজপাড়া থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব মাহাফুজুর রহমান কোকো, শাহমুখদুম থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক তারিক জামিল অর্ক, সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিশাল রহমান, ১১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আননাফি খান মন, মহানগর ছাত্রদল নেতা সিফাত আলম রোহান, সিটি কলেজ ছাত্রদলের এসএম সিহাব, মারুফ রহমান, রিফাত, প্রত্যয়, আরাফাত, সাব্বির, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা তানিম প্রমুখ।
















Leave a Reply