অনলাইন ডেস্ক
দুর্গাপূজার ছুটির মাঝেই সীমিত পরিসরে কাস্টমস ও বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে দেওয়া নির্দেশনায় বুধবার এবং বৃহস্পতিবার সরকারি ছুটি থাকলেও কাস্টমস কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার তওফিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বুধবার বেনাপোল কাস্টমস ও বন্দর এলাকা ঘুরে দেখা গেছে, কর্মকর্তাদের উপস্থিতিতে অফিস সচল থাকলেও ব্যবসায়ীদের অনুপস্থিতির কারণে কার্যক্রম পুরোপুরি গতি পায়নি।
ফলে রাজস্ব আদায়ের কার্যক্রমও কার্যত ব্যাহত হচ্ছে।
বেনাপোলের স্থানীয় ব্যবসায়ী সাগর হোসেন বলেন, ‘হঠাৎ করেই জানানো হলো—বন্দর ও কাস্টমস চালু থাকবে। আগেই, যদি অন্তত দু-এক দিন আগে জানাত, তাহলে আমরা প্রয়োজনীয় জনবল রেখে কাজ করতে পারতাম। কিন্তু পূজার ছুটিতে কর্মচারীরা সবাই বাড়ি চলে গেছেন, এখন এ অবস্থায় কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে।
আমদানিকারক ব্যবসায়ী মারুফ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কাস্টমস খোলা রাখা হয়েছে ঠিকই, কিন্তু ব্যবসায়ী আর শ্রমিকরা না থাকলে কার্যক্রম এগোনো সম্ভব নয়। আগে থেকে প্রস্তুতি থাকলে আমরা আজই কনটেইনার ছাড় করতে পারতাম। কাস্টমস কর্মকর্তা ও কর্মচারীরা অবশ্য নির্দেশনা অনুযায়ী নিয়মিতভাবে অফিসে উপস্থিত থেকে কাজ করে যাচ্ছেন। তবে ব্যবসায়ীদের অনুপস্থিতির কারণে কার্যত রাজস্ব আদায়ের উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।
এ বিষয়ে বেনাপোল কাস্টম হাউসের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।
















Leave a Reply