সিরাজগঞ্জে ১৫ কেউটে সাপ পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জের তাড়াশে জালে আটকে পড়া ১৫টি কেউটে সাপ পিটিয়ে মেরে ফেলেছে গ্রামবাসী। আজ বুধবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার তালম ইউনিয়নের লাউতা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে লাউতা গ্রামের আব্দুল লতিফ তার বাড়িতে প্রথমে একটি কালো কেউটে সাপ দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে ডেকে নিয়ে আসে। তারা মাটির গর্তে অনুসন্ধান করে ১৫টি কালো কেউটে সাপ দেখতে পান।
এরপর তারা সাপগুলোকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেন।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা বন কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, যেকোনো বন্যপ্রাণী হত্যা আইনে নিষিদ্ধ। সাপগুলো জীবিত থাকলে আমরা উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দিতাম।

পরিবেশ নিয়ে কাজ করেন স্বাধীন জীবনের পরিচালক মো. আব্দুর রাজ্জাক নাসিম বলেন, সাপ মানুষের শত্রু নয় বন্ধু।
সে আক্রান্ত না হলে কাউকে কামড়ায় না। পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপেরও রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এ বিষয়ে জনসচেতনতা গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *