‘আসল শিবির হইল আমার মা, জোর করে বোরকা পরায়’

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) শিবির প্যানেল থেকে নির্বাচিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি নতুন ছবি শেয়ার করেছেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে তিনি ছবিটি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আসল শিবির হলো আমার মা, বাড়ি এলে জোর করে বোরকা পরায়।’ এই পোস্টে ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনকে একসাথে প্রকাশের চেষ্টা করা হয়েছে বলে অনেকে মন্তব্য করেছেন।

ডাকসু নির্বাচনে জুমা বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্টগুলো অনেক সমালোচনা ও আলোচনা সৃষ্টি করেছে। শিবির প্যানেল থেকে নির্বাচনে অংশ নেওয়ায় এবং গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় তার কর্মকাণ্ড ও বক্তব্য নিয়ে ছাত্র সমাজের মধ্যে চরম উৎসাহ ও বিতর্ক দেখা গেছে।

এর আগে, গত ২০ সেপ্টেম্বর ভয়েস অব ওয়াশিংটনের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে জুমা নিজের দর্শন ও অবস্থান স্পষ্ট করেছিলেন।

তিনি বলেন, ‘আমি সমান অধিকারে বিশ্বাসী নই, আমি ন্যায্য অধিকারে বিশ্বাসী। যেখানে বেশি পাই, সেখানে বেশি চাই, আর যেখানে কম পাই, সেখানে আমার অংশ গ্রহণ করতে হবে।’ এই বক্তব্যের মাধ্যমে তিনি নিজের ন্যায্য অধিকার ও সঠিক মূল্যায়নের প্রতি জোর দিয়েছেন।
শিবির ও রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক মাধ্যমে সক্রিয় থাকার কারণে জুমা নতুন প্রজন্মের ছাত্রনেতাদের মধ্যে নিজের একটি আলাদা পরিচিতি তৈরি করতে পেরেছেন।
তার এই পোস্টও পাঠক ও সমালোচকদের মধ্যে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *