অনলাইন ডেস্ক
চট্টগ্রামের ফটিকছড়িতে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওয়াজিফা (২) ও আইভি জান্নাত (৫) নামে আরো দুই শিশু আহত হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু ইব্রাহিম কাঞ্চননগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের টিলা পাড়ার মো. সোহেলের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, নিহত ইব্রাহিমসহ কয়েকজন শিশু স্থানীয় জাকির বাবুর্চির ভাড়া বাসার সামনে খেলার সময় বাড়ির গেটের সাথে লাগানো বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। আহত ওয়াজিফাকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দিলেও আইভি জান্নাতকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ কালের কণ্ঠকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।
কোনো অভিযোগ না থাকায় নিহত শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
















Leave a Reply