কুমিল্লায় দাফনের ১৯ দিন পর স্কুলছাত্রীর লাশ উত্তোলন

অনলাইন ডেস্ক

কুমিল্লার মুরাদনগর উপজেলায় দাফনের ১৯ দিন পর আদালতের নির্দেশে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সোহাগী আক্তারের (১৩) লাশ কবর থেকে উত্তোলন করেছে প্রশাসন।সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার কামাল্লা ইউনিয়নের কামারচর কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান, থানার পুলিশ সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
নিহত সোহাগী কামারচর গ্রামের আল-আমীনের প্রথম স্ত্রীর বড় মেয়ে। সে কামারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর সোহাগীর রহস্যজনক মৃত্যুর পর পুলিশকে না জানিয়ে তার বাবা দ্রুত দাফন সম্পন্ন করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরবর্তীতে ১৯ সেপ্টেম্বর নিহতের নানা কালু মিয়া, সোহাগীর বাবা আল-আমীন ও সৎ মা শারমিন আক্তারকে আসামি করে মুরাদনগর থানায় মামলা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান বলেন, আদালতের নির্দেশে সোহাগীর মরদেহ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *