খুলনায় মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি, ব্যবসায়ী নিহত

অনলাইন ডেস্ক

খুলনায় ইমরান মুন্সি (৩৫) নামের এক ব্যবসায়ীকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে নগরীর ২ নং কাস্টমঘাট এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত ইমরান মুন্সি মুন্সিপাড়া দ্বিতীয় গলির বাসিন্দা বাবুল মুন্সির ছেলে।
তিনি পেশায় ইট-বালুর ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে ইমরান নতুন বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি মোটরসাইকেলে করে আসা তিনজন যুবক তার পথরোধ করে। পরে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা থানার এসআই আব্দুল হাই বলেন, নিহত ইমরান মুন্সি ‘গ্রেনেড বাবু’ গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। তাকে প্রতিপক্ষ ‘পলাশ গ্রুপ’ এর সদস্যরা হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে পুলিশ লাইনের দিকে পালিয়ে যায়।
ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *