ঘূর্ণিঝড়ের তিন দিনেও ফেরেনি বিদ্যুৎ, দুর্ভোগে এলাকাবাসী

অনলাইন ডেস্ক

রংপুরের গঙ্গাচড়ায় ঘূর্ণিঝড়ের তিন দিনেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। এতে দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।

গত রবিবার (৫ অক্টোবর) সকালে ঘূর্ণিঝড়ের আঘাতে গঙ্গাচড়া উপজেলার প্রায় ৮০০ ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়। একাধিক বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে এবং বিদ্যুতের তার ছিঁড়ে যায়।
এতে ক্ষতিগ্রস্ত এলাকা ও এর আশপাশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
আজ মঙ্গলবার সকালে সরেজমিন ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে দেখা যায়, গ্রামগুলো অন্ধকারে ডুবে আছে। এ সময় স্থানীয়রা জানায়, বিদ্যুৎ না থাকায় যোগাযোগ ও দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। পানির পাম্প চালানো যাচ্ছে না, মোবাইল ফোনে চার্জ দিতে হিমশিম খেতে হচ্ছে।
সবচেয়ে বিপাকে পড়েছেন ছোট ব্যবসায়ী ও শিক্ষার্থীরা।
আলমবিদিতর ইউনিয়নের খামার মোহনা এলাকার বাসিন্দা মঞ্জিলা আকতার বলেন, ‘এমনিতেই ঘূর্ণিঝড়ে ভাঙচুর হয়া আছে। বিদ্যুৎ না থাকায় ফ্রিজের সব খাবার নষ্ট হয়া গেছে।’ মকবুল নামে এক দোকানদার বলেন, ‘বিদ্যুৎ না থাকায় দোকানের ফ্রিজ বন্ধ।
ঠাণ্ডা পানীয় বা আইসক্রিম কিছুই বিক্রি করতে পারছি না। তিন দিন ধরে লোকসান গুনছি।’
পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর আওয়াতাধীন গঙ্গাচড়া জোনাল অফিসের ডিজিএম মো. শরীফ লেহাজ আলী বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত খুঁটি ও লাইন মেরামতের কাজ চলছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *