চট্টগ্রামে ছাত্রদল নেতার অর্থায়নে একটি খালের খনন ও পরিচ্ছন্নতা কাজ শুরু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে টাইগারপাসস্থ নাছির খালের খনন ও পরিচ্ছন্নতা কাজ শুরু হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সার্বিক সহযোগিতায় এবং মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আলিফ উদ্দিন রুবেলের ব্যক্তিগত অর্থায়নে এই কার্যক্রম শুরু করা হয়েছে বলে করপোরেশন থেকে জানানো হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে যুবদলের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন জলাবদ্ধতা নিরসন, খালের দখলমুক্তকরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, আমার বর্তমান মূল ফোকাস হচ্ছে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা হ্রাস করা, বিশেষ করে নিচু এলাকাগুলোতে।
আমি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর জলাবদ্ধতা প্রায় ৫০ শতাংশ কমে গেছে। এবারের বর্ষায় চট্টগ্রামবাসী আগের বছরের তুলনায় স্বস্তির মুখ দেখেছে। চলমান প্রকল্পগুলো সম্পন্ন হলে আগামী বছর জলাবদ্ধতা নিরসনে আরো বড় পরিবর্তন দেখা যাবে।
নাছির খাল পুনঃখননের মতো উদ্যোগগুলোর উদ্দেশ্য উল্লেখ করে চসিক মেয়র বলেন, এই ধরনের উদ্যোগগুলো শুধু উন্নয়ন নয়, বরং নাগরিক সচেতনতার অংশ।
চট্টগ্রামকে সত্যিকারের ‘ক্লিন, গ্রিন ও হেলদি সিটি’ হিসেবে গড়ে তুলতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জলাবদ্ধতা নিরসন শুধু সিটি করপোরেশনের কাজ নয়, এটি নাগরিক দায়িত্বও বটে।
তিনি বলেন, এক সময় চট্টগ্রামের জলাবদ্ধতা ছিল এক অভিশাপ। এখন আমরা প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছি।

অবশিষ্ট অংশের সমাধানে খাল খনন, ড্রেন সংস্কার ও স্লুইসগেট নির্মাণের কাজ চলছে। আগামী বর্ষার আগেই নগরবাসী পরিবর্তনের বাস্তব চিত্র দেখতে পাবেন।
এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, উপ প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবু বক্কর, ইয়াকুব আলী সিফাত, গাজী শওকত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *