প্রত্যাবর্তনে হতাশা উপহার দিলেন কোহলি-রোহিত

ক্রীড়া ডেস্ক

ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান বিরাট কোহলির ওয়ানডে ক্রিকেটে প্রত্যাবর্তন হতাশাজনকভাবে শেষ হয়েছে। রবিবার পার্থের অপ্টাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে শূন্য রানে আউট হন কোহলি।

দলীয় ২১ রানের মাথায় মাত্র ৮ বল খেলে কোহলি রানের খাতা খোলার আগেই ফেরেন। মিচেল স্টার্কের বলে কুপার কনলি পয়েন্টে বাঁ দিকে ঝাঁপিয়ে তার ক্যাচ ধরেন।

জেমস অ্যান্ডারসনের পরে কোহলিকে শূন্য রানে আউট করার ক্ষেত্রে দ্বিতীয় বোলার হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন স্টার্ক।

এর আগে দলের আরেক অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মার আন্তর্জাতিক প্রত্যাবর্তনও দীর্ঘায়িত হয়নি। তিনি জশ হ্যাজলউডের বলে ৮ রানে আউট হন। রোহিত এই ম্যাচে ভারতের হয়ে ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলছিলেন।

হ্যাজলউডের বোলিংয়ে রোহিতকে দ্বিতীয় স্লিপে ম্যাথু রেনশ ক্যাচ ধরেন।

ম্যাচের আগে অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *