আর্জেন্টিনার শিল্প এলাকায় ভিন্ন ভিন্ন কারখানায় শক্তিশালী বিস্ফোরণ

 অনলাইন ডেস্ক

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস অ্যাইরেসের দক্ষিণে একটি শিল্প এলাকায় শুক্রবার রাতে ভিন্ন ভিন্ন কারখানায় পর পর শক্তিশালী বিস্ফোরণে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। এতে অন্তত ২২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

এজেইজা এলাকার মেয়র গাস্তন গ্রানাদোস বলেন, ‘বিভিন্ন কারখানায় বিস্ফোরণ ও আগুনের তীব্রতা খুব বড়। কারণ এখনো জানা যায়নি।

’ টেলিভিশন ফুটেজে শিল্প এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়।
মেয়র আরো জানান, দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা করলেও এখন পর্যন্ত তা সম্ভব হয়নি। এজেইজার হাসপাতাল পরিচালক কার্লোস সান্তোরো জানিয়েছেন, তাদের হাসপাতালে অন্তত ২২ জন আহত অবস্থায় ভর্তি হয়েছেন।

স্থানীয় গণমাধ্যম জানায়, ওই বিস্ফোরণ ও আগুনে কমপক্ষে পাঁচটি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এলাকাটিতে টায়ার, রাসায়নিক দ্রব্যসহ বিভিন্ন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে। বুয়েনস অ্যাইরেস প্রদেশের সিভিল ডিফেন্স পরিচালক ফাবিয়ান গার্সিয়া বলেন, ‘এটি খুব ভয়াবহ একটি অগ্নিকাণ্ড। আগুন দীর্ঘ সময় ধরে জ্বলবে।’
সূত্র : আরব নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *